বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনার কারণে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে কলেজটির হাজারো শিক্ষার্থী। রেললাইন সংলগ্ন এসব অবৈধ দোকান ও স্থাপনার কারণে ট্রেনের গতিপথ স্পষ্ট দেখা যায় না, ফলে প্রতিদিন এই পথে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ইতোমধ্যে এখানে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।.
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, এই রেলপথ দিয়ে সান্তাহার–বোনারপাড়া রুটে প্রতিদিন অন্তত ১৮টি ট্রেন চলাচল করে। অন্যদিকে, কলেজে যাতায়াতের জন্য প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার শিক্ষার্থীকে এই রেললাইন পার হতে হয়। অথচ এখানে নেই কোনো স্থায়ী রেলগেট, স্বয়ংক্রিয় সিগন্যাল বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ স্থাপনাগুলোর কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।.
কলেজের সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রেললাইন ঘেঁষে গড়ে ওঠা দোকান ও স্থাপনাগুলোর কারণে ট্রেন আসছে কি না বোঝার কোনো সুযোগ থাকে না। অতীতেও এই স্থানে একাধিক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, “আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এই অবৈধ স্থাপনাগুলো বারবার গড়ে উঠছে। দ্রুত উচ্ছেদ না হলে বড় দুর্ঘটনা অনিবার্য।”.
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, সম্প্রতি এই অরক্ষিত রেললাইন পার হতে গিয়ে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। তিনি জানান, “এই রেললাইনে অতীতেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় আন্দোলন করলেও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি।”.
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, “রেললাইন ঘেঁষে থাকা এসব দোকান ও স্থাপনা সম্পূর্ণ অবৈধ। এগুলোর কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমরা কোনোভাবেই এগুলো সমর্থন করি না। প্রভাবশালী মহলের সহায়তায় বারবার উচ্ছেদের পরও তারা আবার দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করে।”.
স্থানীয়রা ও শিক্ষার্থীরা দ্রুত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ, স্থায়ী রেলগেট স্থাপন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।.
#আজিজুলহককলেজ #BoguraNews #RailwaySafety #StudentSafety #অবৈধস্থাপনা #RailwayEncroachment #SaveStudents #BreakingNews #AjkerBogura #Bogura #PublicSafety #EducationNews #RailAccidentRisk. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: