বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত বিড়ইল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং শেরপুর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-সাধারণ মাহবুবুল আলম হিরু।
মাদ্রাসা পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নির্বাচন স্থানীয় শিক্ষামহলে আলোচনা তৈরি করেছে। জানা যায়, যথাযথ প্রক্রিয়ায় কমিটি গঠনের পর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শিক্ষানুরাগী হিসেবে মাহবুবুল আলম হিরু'র এই পদে আসা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়রা আশা করছেন। সভাপতির দায়িত্ব পাওয়ায় তিনি বিড়ইল দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-সাধারণ হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁর ভূমিকা এখন সকলের নজর কাড়ছে।
.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: