• ঢাকা
  • শুক্রবার, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে কুপিয়ে জখম


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম
শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে কুপিয়ে জখম

শেরপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, হাটের ম্যানেজারকে কুপিয়ে জখম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : 
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ফেরদৌসুজ্জামান (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে রানিহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত ফেরদৌসুজ্জামান উপজেলার পাঁচ দেউলী গ্রামের রমজান আলীর ছেলে এবং রানিহাট বাজারের হাট ইজারার ম্যানেজার হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, রানিহাট বাজারের ওই সরকারি খাস জমিটি কিছুদিন আগে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছিল। তবে বৃহস্পতিবার সকালে স্থানীয় মোহাম্মদ ও নজরুলসহ কয়েকজন জমিটি নিজেদের মালিকানাধীন দাবি করে পুনরায় জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ সময় হাটের ম্যানেজার ফেরদৌসুজ্জামান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে ফেরদৌসুজ্জামানের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ফেরদৌসুজ্জামান অভিযোগ করে বলেন, অবৈধভাবে খাস জমি দখল করতে বাধা দেওয়ায় তারা আমার ওপর হামলা করেছে। ওই সময় আমার কাছে হাটের ইজারা আদায়ের নগদ প্রায় ৫ লক্ষ টাকা ছিল, যা তারা ছিনিয়ে নিয়ে গেছে।
এই ঘটনার পর রানিহাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা বাজার এলাকায় নজরদারি বাড়িয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 .

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ