• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিল দুর্বৃত্তরা


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:১৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিল দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিল দুর্বৃত্তরা

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুথানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।.

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আগে স্মৃতিস্তম্ভটি শেখ মুজিবুর রহমানের ছিল। গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের ছবিটি ক্ষতিগ্রস্ত হলে, সেখানে শহীদ মুগ্ধের ছবি স্থাপন করা হয়।.

সোমবার সকালে মুগ্ধর ছবিটি 'কালি' মাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোররাতে দুর্বৃত্তরা মুগ্ধর ছবিতে কালি মেখে দেয়।.

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।.

তদন্তে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।.

.

Ajker Bogura / shuhani Alam

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ