বগুড়ার শেরপুর মটরশ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শহরের ধুনট মোড়স্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু রায়হান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মিলটন রহমান।
সভায় সমবায় ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও সঞ্চয়ই তাদের ভবিষ্যৎ নিরাপত্তার চাবিকাঠি। অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: সংগঠনের উপদেষ্টা মো. হানিফ উদ্দিন ও তারেক সরকার। সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সিটু। সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম। দপ্তর সম্পাদক জুয়েল রানা সুজন ও সমাজকল্যাণ সম্পাদক মো. শামীম মাহমুদ রঞ্জু। কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমানসহ আরও অনেকে। বক্তারা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: