ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।.
রোববার (২১ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান গাজীকে প্রকাশ্যে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।.
ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের ওয়ার্ড ৭ নম্বর ওয়ার্ড। ধানের শীষের বাইরে গেলে কারো পিঠের চামড়া রাখব না’, যা স্থানীয় ভাষায় ‘বাকলা রাখব না’ নামে পরিচিত।.
জানা যায়, চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. জালাল উদ্দিনের সমর্থনে ফরাজিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের সময় এ বক্তব্য দেন নাজমুল হাসান গাজী।. .
Ajker Bogura / মো:সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: