আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় যানবাহন চেকিং এর জন্য বগুড়ার ধুনট উপজেলার হুকুম আলী এলাকায় পাকা রাস্তায় চেকপোষ্ট বসায় থানা পুলিশ।.
সোমবার (১৯ জানুয়ারি) সকাল অনুমান সাড়ে ১০টায় উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও চরপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫) চেকপোষ্টে সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয় ও পুলিশ সদস্যদের মারধর করে। এঘটনায় রাতেই নিজ বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।.
জানা যায়, ঘটনার দিন চেকপোষ্ট বসিয়ে গাড়ীর কাগজাদি যাচাই বাছাই করছিল থানা পুলিশ। যাচাই বাছাই কালে একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় এসআই আবুল কালাম আজাদ সেটিকে মামলা দেয়। অপর আরো একটি গাড়ী কাগজ পত্র ঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক এসআই আজাদকে অবগত করে গাড়িটি ছেড়ে দেয়। তখন উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও চরপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫) অজ্ঞাতনামা ২০ থেকে ২৫জন ব্যক্তিকে সাথে নিয়ে চেকপোষ্টে আসে এবং সরকারি কাজে বাঁধা প্রদান করে এবং ফোর্সদের চেকপোষ্ট না করার জন্য বলপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে কনস্টেবল আব্দুল খালেক ও আঃ হামিদকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাথারীভাবে কিলঘুষি মারে। পরে তাৎক্ষনিক বিষয়টি ধুনট থানায় অবগত করলে কনস্টেবল আব্দুল খালেক ও আঃ হামিদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার নিয়েছেন।.
ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান জানান, এঘটনায় আমি বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেছি। এজাহার মুলে আসামীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: