দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।.
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।.
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন—জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভিন, দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভী।.
আবেদনে বলা হয়, জালালের বিরুদ্ধে ‘বিধিবর্হিভূতভাবে’ অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি সপরিবারে যে-কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো আবশ্যক।.
আদালতের আদেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের বর্তমান অবস্থান সম্পর্কে অনুসন্ধানকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।.
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন ২০১৮ সালে চাঁদপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন ২০২৬ সালে অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।.
Ajker Bogura / মো:সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: