• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর জমকালো উদ্বোধন


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ছবি: আজকের বগুড়া
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ছবি: আজকের বগুড়া

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ চন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলায় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।.

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন। মঞ্চে অতিথিরা টুর্নামেন্ট আয়োজনের গুরুত্ব, তরুণদের সুস্থ বিনোদন, এবং ক্রীড়া কর্মকাণ্ডে যুবসমাজের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন।.

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন কলেজের দল অংশ নিচ্ছে, যা "ফিক্সচার (নক আউট পদ্ধতি)" অনুযায়ী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সময়সূচি ও ম্যাচ তালিকাও প্রকাশ করা হয়েছে।.

উদ্বোধনী দিনে মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি ছাত্র-শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান নতুন ফুটবলার উঠে আসবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও অবদান রাখতে পারে।.

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর, বিকেল ৩টা ৩০ মিনিটে।.

বগুড়াবাসী আশা করছে, এ আয়োজন তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আরও আগ্রহ তৈরি করবে এবং আন্তঃকলেজ পর্যায়ের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ