বগুড়ার শেরপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে তিন যুবক জনতার হাতে ধরা পড়েছে। স্থানীয়রা আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে পরে পুলিশে সোপর্দ করেন। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত ১১টার দিকে খামারকান্দি ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।.
আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে—জীবন, সাজু ও সম্রাট। তাদের সবার বাড়ি দুবরার গাড়ি এলাকায়। ছিনতাইকারী চক্রটির চারজন সদস্য থাকলেও একজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।.
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার উল্লাপাড়া এলাকা থেকে যাত্রীবেশে দুইজন অটোরিকশায় ওঠেন শেরপুরগামী বলে। পথিমধ্যে সালফা এলাকায় এসে আরও দুই সহযোগী তাদের সঙ্গে যোগ দেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গজারিয়া রোডের একটি নির্জন স্থানে অটোচালককে মারধর করে এবং অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত পালানোর চেষ্টা করে।.
অটোরিকশাচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে তৎক্ষণাৎ অন্য একটি সিএনজি নিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া শুরু করেন। গজারিয়া এলাকায় গিয়ে তিনজনকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এসময় উত্তেজিত জনতা আটককৃতদের গণধোলাই দেন এবং পরে পুলিশে হস্তান্তর করেন।.
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অপর এক সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”.
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: