• ঢাকা
  • সোমবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম
শেরপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল মালেক মাস্টার (৪৫) ও শাহাদত হোসেন (৫৯)। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা (আম্বইল) গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মালেক মাস্টারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে। অপরদিকে, একই রাত পৌনে ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামে অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি মৃত চান্দুল্লাহ শেখের ছেলে এবং সুঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ