বগুড়ার শেরপুরে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সহযোগিতায় যুবদলের আয়োজনে তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত গ্রামীণ জনপদের অসহায় মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটানো ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই শীতকালীন বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়া বালা গ্রামে এ শীতকালীন বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের কয়েকশত অভাবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান শান্তের সভাপতিত্বে এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সুখে-দুখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা ও দায়িত্ববোধ থেকেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, জেলা যুবদলের সদস্য সুমন শিহাব, যুবদল নেতা আলমগীর হোসেন, ইখতিয়ার, সোহানুর রহমান রাসেল, মেহেদী হাসান লিটন ও সাজেদুর রহমান সজিব।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব সরকার। কর্মসূচির শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় বাসিন্দারা যুবদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: