• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় দুই বাসে ৪ হাজার ইয়াবা জব্দ গ্রেপ্তার ২


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
বগুড়া ইয়াবা

বগুড়ায় এক দিনেই দুটি পৃথক অভিযানে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ও সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এই অভিযান দুটি পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি বিকেলে ৩টা থেকে ৩টা ৫৫ মিনিটের মধ্যে শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে (আল-মদিনা) পরিচালিত হয়। সেখানে বাসের এফ-৪ সিটে বসা মো. মনির আহমদ (৪৬) নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির আহমদ কক্সবাজার জেলার টেকনাফ এলাকার বাসিন্দা।
এর কয়েক ঘণ্টা পর, সন্ধ্যায় ৬টা থেকে ৬টা ৫৫ মিনিটের মধ্যে দ্বিতীয় অভিযানটি চালানো হয় শিবগঞ্জ এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে (শাহেন-শাওন)। এই অভিযানে বাসের জি-২ সিটে বসা মো. মুনজুল হক (৪৫)-এর জ্যাকেটের পকেট থেকে আরও ২০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মুনজুল হক বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান দুই অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকাসক্তিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ