• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর শেষ স্ট্যাটাস ভাইরাল


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:২০ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে গ্রামীণ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.

নিহত দুই বন্ধু হলো—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরশহরের গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।.

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথেই মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার মধ্যে দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া। ‎ ‎শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী মারাত্মকভাবে জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।.

‎আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েকদিন আগে এইসএসসি পাস করেছেন।.

‎এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নিহত শাহাবুল নিজের ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন— “সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাড়নি।”.

‎দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ