• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি অবমুক্ত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:০৯ পিএম
বিজিবির সদস্যরা শালিক পাখিগুলোকে আকাশে অবমুক্ত করেন ছবি: সংগৃহীত
বিজিবির সদস্যরা শালিক পাখিগুলোকে আকাশে অবমুক্ত করেন ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে শিকারিদের ফাঁদে আটকাপড়া ৯০টি শালিক পাখি আকাশে অবমুক্ত করেছেন টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।.

সোমবার (২৪ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।.

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।.

স্থানীয় বিজিবি সদস্যরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত টহলের অংশ হিসেবে গুথুমা সীমান্ত এলাকায় গেলে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি একটি বাঁশের ঝুড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলরত বিজিবির সদস্যরা ওই ঝুড়ির কাছে গিয়ে দেখতে পান অসংখ্য শালিক পাখি খাঁচার ভেতর বন্দি। ধারণা করা হচ্ছে শিকারিরা ফাঁদ পেতে এসব পাখি আটক করে। বিজিবির উপস্থিতিতে টের পেয়ে ঘটনাস্থল থেকে শিকাররা দ্রুত পালিয়ে যায়।.

গুথুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা গণনা করে খাঁচার ভিতরে ৯০টি শালিক পাখি দেখতে পান। এরপর তারা ওই এলাকায় পাখিগুলোকে আকাশে অবমুক্ত করে দেন।.

স্থানীয় বাসিন্দা ওবায়দুর রহমান (৪০) বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র বিশেষ এক ধরনের ফাঁদ পেতে শালিক পাখিসহ বিভিন্ন ধরনের পাখি আটক করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। প্রতিদিন ভোরে তারা এসব পাখি ফাঁদ পেতে ধরে নিয়ে যায়। সোমবার সকালে শিকারিরা বিজিবির সদস্যদের দেখে খাঁচাসহ পাখি রেখে দ্রুত পালিয়ে যায়। ক্যাম্পের বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পাখিগুলোকে অবমুক্ত করে দেন।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ