• ঢাকা
  • সোমবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে সরকারের ব্যাপক কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৬ পিএম
গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে সরকারের ব্যাপক কর্মসূচি

গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও তৃণমূলে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।.

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার (১১ জানুয়ারি) বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার।.

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচির আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন।.

সরকারি সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী—
১২ জানুয়ারি রাজশাহী,
১৪ জানুয়ারি রংপুর,
১৫ জানুয়ারি চট্টগ্রাম,
১৭ জানুয়ারি ঢাকা,
১৯ জানুয়ারি ময়মনসিংহ,
২২ জানুয়ারি সিলেট এবং
২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।.

এসব সভায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।.

এছাড়া গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আটটি ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে গণভোটকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যাশা করছে সরকার।.

#AjkerBogura #TheBogura #গণভোট #Referendum #জনসচেতনতা #BangladeshNews #NationalNews #GovernmentProgram #CivicEngagement #আজকেরবগুড়া. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ