সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তাঁতীবাজার, সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও মহাখালী অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি ও তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হত্যার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন সাত কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে নগরজুড়েই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা।.
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তাঁতীবাজার, সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও মহাখালী অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।এদিন বেলা পৌনে ১২টায় তাঁতীবাজার মোড় অবরোধ করেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে পুরান ঢাকার সড়কগুলো তীব্র আকারের যানজন সৃষ্টি হয়েছে। সড়কগুলোতে গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে।আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫'-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।.
ডিএমপি ট্রাফিকের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, তাঁতীবাজার মোড় অবরোধ করার কারণে পুরান ঢাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। ওই জায়গায় চাইলেও ডাইভারশন দেয়া সম্ভব নয়। এতে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।.
একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা৷ দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ সময় সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। এতে আশপাশের অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়।যদিও মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি আদায়ে সড়ক অবরোধের কথা জানিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫'-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।.
শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।.
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।.
এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।.
ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, `চারদিকে সড়ক অবরোধ। ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখবো, তাও সম্ভব হচ্ছে না। তার ওপর আজকে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জায়গায় ভর্তি পরীক্ষা আছে। শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে যাবে তাও বুঝছি না। তারপরও আমরা যাত্রীদের কষ্ট লাঘবে যথাযথ চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যাতে বাইর থেকে আসা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে রাখার ব্যবস্থা করা হয়।'. .
Ajker Bogura / Desk report
আপনার মতামত লিখুন: