• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

সোমবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা গত ২৪ নভেম্বর থেকে ১৯৯ টাকা দরে বিক্রি হচ্ছিল।.

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। .

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হলো। .

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা গত ২৪ নভেম্বর থেকে ১৯৯ টাকা দরে বিক্রি করছিল কোম্পানিগুলো। একইভাবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হবে ৯৫৫ টাকায়, যা বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়।.

এছাড়া খোলা সয়াবিন এখন থেকে প্রতি লিটার ১৭৬ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৬ টাকা দরে বিক্রি হবে। গত ২৪ নভেম্বর থেকে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৯ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৯ টাকা দরে বিক্রি হচ্ছিল। .

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশনে চিঠি দেয় কোম্পানিগুলো। ওই চিঠিতে কোম্পানিগুলো জানায়, ২৪ নভেম্বর থেকে নতুন দর কার্যকর করা হবে। কিন্তু কোম্পানিগুলোর প্রস্তাবিত সম্মত হয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কোম্পানিগুলো ২৪ নভেম্বর থেকে বাজারে নতুন দাম ভোজ্যতেল বিক্রি শুরু করে। .

এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের মধ্যে গত ৪ ডিসেম্বর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এখন কোম্পানিগুলো সামান্য দাম কমিয়ে নতুন দর ঘোষণা করল। .

সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতিতে যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেটার তুলনায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। .

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রমজান শুরু হবে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ভোজ্যতেলের চাহিদা বাড়ে। ফলে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বাড়ানোর প্রবণতা থাকে ব্যবসায়ীদের। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা রমজান মাসে পণ্যের দাম না বাড়িয়ে তার এক বা দুই মাস আগে থেকেই দাম বাড়িয়ে রাখে।.

.

Ajker Bogura / suhani alam

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ