• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

তিন মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৭৩৪, আমানত কমল ৫৯,০০০ কোটি টাকা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:১০ পিএম
তিন মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৭৩৪, আমানত কমল ৫৯,০০০ কোটি টাকা
তিন মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৭৩৪, আমানত কমল ৫৯,০০০ কোটি টাকা

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এ ছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।.

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তবে অ্যাকাউন্টধারীর সংখ্যা বাড়লেও বিস্ময়করভাবে এসব অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ কমেছে। আলোচ্য তিন মাসে কোটিপতি এসব অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।.

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।.

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর প্রান্তিকে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪টি।.

তবে অ্যাকাউন্ট বাড়লেও এসব অ্যাকাউন্টে আমানতের স্থিতি উল্টো কমেছে। জুন শেষে কোটি টাকার অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। ফলে তিন মাসে এসব অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমে গেছে।.

এর আগের প্রান্তিকেও (মার্চ-জুন) কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। মার্চ শেষে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, যা জুন শেষে ৫ হাজার ৯৭৪টি বেড়েছিল।.

এদিকে কোটি টাকার অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংক খাতে সামগ্রিক অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে। জুন শেষে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। সে হিসেবে তিন মাসে মোট ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।.

দীর্ঘমেয়াদি পরিসংখ্যানেও কোটি টাকার অ্যাকাউন্ট বাড়ার চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে। আর চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭০টিতে পৌঁছেছে।.

তবে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এ ছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।.

.

Ajker Bogura / suhani alam

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ