• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

নিখোঁজের ৮ দিন পর খাল থেকে উদ্ধার বৃদ্ধের মরদেহ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
নিহত আবু ছৈয়দ। ছবি : সংগৃহীত
নিহত আবু ছৈয়দ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে আবু ছৈয়দ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা সদরের খাদ্যগুদামের পাশে ইছাখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।.

নিহত আবু ছৈয়দ (৬৮) উপজেলার হইলাধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মৃত মালেকুজ্জামানের ছেলে।.

আবু ছৈয়দের স্ত্রী ইসলাম খাতুন বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৯ ডিসেম্বর দুপুরে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে স্বামীর সন্ধানে ১১ ডিসেম্বর থানায় জিডি করি। আজ ভোরে খালে মরদেহ পাওয়ার খবর পেয়ে কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করা করি আমরা।.

প্রত্যক্ষদর্শী নিলু আক্তার বলেন, ভোরে খালে ভাসমান মরদেহ দেখে আমি ভয় পেয়ে গেছি। পরে পাশের আনোয়ারা ফায়ার সার্ভিসে গিয়ে জানালে তারা পুলিশ নিয়ে এসে মরদেহ উদ্ধার করে।.

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিহতের স্বজনরা এসে শনাক্ত করেছেন। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।.

.

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ