খেলোয়াড়কে নিরাপত্তা দিতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে’—মোস্তাফিজ ইস্যুতে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন খালেদ মাসুদের.
আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘একদম সঠিক’ বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার মতে, খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।.
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ মাসুদ বলেন,.
“সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করছি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে যেকোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে।”.
গত পরশু ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। সেই নির্দেশনা বাস্তবায়ন করায় এ বছর আর আইপিএলে খেলা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।.
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে গতকাল আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।.
খালেদ মাসুদ বলেন,.
“খেলার মধ্যে রাজনীতি আসা উচিত না। ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত। খেলাধুলা মানুষকে এক করে।”.
আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরও বলেন,.
“পারফরম্যান্সের কারণে হলে কথা ছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই মোস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে। এটা আমাদের সবাইকে স্পর্শ করেছে। যেখানে আমাদের খেলোয়াড়ের সম্মান নেই, সেই খেলা দেখানোরও দরকার নেই।”.
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে খালেদ মাসুদের মন্তব্য,.
“যখন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি, তখন বোর্ড নিরাপদ মনে করেনি—এটাই স্বাভাবিক।”.
তিনি মনে করেন, বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের বর্তমান জটিলতার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং এ ধরনের বিষয় মাঠের বাইরে রাখাই শ্রেয়।.
“রাজনৈতিকভাবে এই সমস্যা তৈরি হচ্ছে। খেলাধুলার মাঠে এসব না আসাই ভালো।”.
আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন খালেদ মাসুদ। তিনি বলেন, আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব রয়েছে বলেই অনেক সময় ন্যায্যতা নিশ্চিত হয় না।.
“আমাদের নিজেদের স্বার্থে নিজেদের জায়গায় শক্তভাবে দাঁড়ানো উচিত।”.
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোও রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। এরই মধ্যে গতকাল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।.
#MustafizurRahman #BCB #T20WorldCup #IPL.
#BangladeshCricket #KhaledMasud #CricketPolitics.
#মোস্তাফিজ #বাংলাদেশক্রিকেট #আইপিএল #টি২০বিশ্বকাপ #খালেদ_মাসুদ.
Ajker Bogura / স্পোর্টস ডেস্ক
আপনার মতামত লিখুন: