• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

নরসিংদীতে স্পিনিং মিলের গোডাউনে ভয়াবহ আগুন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের বিশাল তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে। শনিবার দিবাগত (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর রাত ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।.

স্থানীয়রা জানান, হঠাৎ মিল এলাকার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।.

এ সময় খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই আরও বাড়তে থাকে।.

এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে।.

তিনি বলেন, আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই।.

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, তুলা থাকার কারণে আগুন ধরে রেখেছে। চারটি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।.

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৩টা) গুদামের আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ