• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

সড়ক দুর্ঘটনায় অটোরিকশা থেকে ছিটকে প্রাণ গেল স্কুলশিক্ষকের


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১১ পিএম
নিহত মো. নুরুল কবির। ছবি : সংগৃহীত
নিহত মো. নুরুল কবির। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজন স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।.

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এ ঘটনা ঘটে।.

নিহত মো. নুরুল কবির (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।.

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এ সময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড়ে কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।.

এদিকে স্কুলশিক্ষকের এমন মৃত্যুতে শিক্ষক-মহল, শিক্ষার্থী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।.

বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ নামে একজন জানান, নিহত শিক্ষক নুরুল কবির বাশঁখালী ১১নং পুইছড়ি ইউনিয়নের স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।.

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।. .

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ