• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

চট্টগ্রামে এক মঞ্চে বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:২১ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজকদের অবহিতকরণ সভা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজকদের অবহিতকরণ সভা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির (সিএসআইসি) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫’। আগামী সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।.

সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৫৫০ জন চিকিৎসক অংশ নেবেন। এ ছাড়া উপস্থাপিত হবে শতাধিক গবেষণাপত্র।.

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সন্দীপন কনফারেন্স হলে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।.

কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির কো-অর্ডিনেটর ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক, সিএসআইসির সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডা. আ. ই. এম. নূর উদ্দিন জাহাঙ্গীর, সিএসআইসির সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল এবং সিএসআইসির যুগ্ম সম্পাদক ও কার্ডিকন অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস. এম. ইফতেখারুল ইসলাম।.

এ ছাড়া বক্তব্য দেন পাবলিকেশন কমিটির কনভেনর ডা. মো. খোরশেদ আলম এবং সায়েন্টিফিক উপ-কমিটির সদস্যসচিব ডা. মো. মাহফুজুর রহমান।.

সভায় জানানো হয়, সম্মেলনে পর্তুগাল থেকে অধ্যাপক ফুয়াস্তো জে. পিন্টো, ইতালি থেকে অধ্যাপক এন্থোনিও কলোম্বো, যুক্তরাষ্ট্র থেকে ডা. রফিক আহমেদ ও অধ্যাপক চৌধুরী এইচ. আহসান, মালয়েশিয়া থেকে অধ্যাপক ডা. সাজলি সাহলান বিন কাসিম ও ডা. মো. শাওয়াল ফাইজাল বিন দাতো মোহাম্মদ, ভিয়েতনাম থেকে ডা. ফেম নাত মিনহ, পাকিস্তান থেকে ডা. গোলাম হুসাইন সোমরু, নেপাল থেকে ডা. অরুণ মাসকেই এবং ভারত থেকে অধ্যাপক অশোক শেঠ, ডা. অরিন্দম পান্ডে, ডা. আফতাব খান ও ডা. সৌম্য কান্তি রায় তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।.

এ ছাড়া দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. এন. এ. এম. মোমেনুজ্জামান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ফজিলা-তুন-নেছা মালিক, ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক মো. আফজালুর রহমান, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক আতাহার আলী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের সাবেক পরিচালক মীর জামাল উদ্দিন, বর্তমান পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইনসহ অনেকে গবেষণাপত্র উপস্থাপন করবেন।.

সম্মেলনে আরও অংশ নেবেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন, সদস্যসচিব অধ্যাপক ডা. এ. এফ. খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান এবং সাধারণ সম্পাদক ডা. খন্দকার আসাদুজ্জামান।.

‘শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে হৃদরোগ ব্যবস্থাপনার মৌলিক, ক্লিনিক্যাল ও হস্তক্ষেপমূলক দিক নিয়ে আলোচনা হবে। দুই দিনব্যাপী কর্মসূচিতে থাকবে গবেষণাপত্র উপস্থাপন, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক অধিবেশন, হাতে-কলমে প্রশিক্ষণ (ট্রেনিং ভিলেজ), ইকোকার্ডিওগ্রাফি কর্মশালা, ফেলোস কোর্স, ইসিজি সিম্পোজিয়াম, পোস্টার ও কেস ডিসকাশন উপস্থাপন।.

.

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ