ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের দিঘল গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।.
শনিবার (১৩ ডিসেম্বর) এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।.
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল ঘোড়ামারা বিল ও মোড়া মৌজার বৃহৎ বিল থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেওয়ার চেষ্টা করে। এসব মাটি স্থানীয় ইটভাটায় বিক্রির পরিকল্পনা করছে। এতে এলাকায় পরিবেশ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।.
বক্তারা আরও জানান, ১নং খাস খতিয়ানভুক্ত প্রায় ২৯ একর খাসজমি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সম্পদ। তাই কোনোভাবেই এ বিলের মাটি কাটতে দেওয়া হবে না। অবৈধ মাটি উত্তোলন বন্ধে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপও দাবি করেন। এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।.
সম্প্রতি ওই এলাকায় একটি পুকুর খননের অনুমোদন পাওয়ার পর সেখানে মাটি খননের ভেকু নিয়ে যাওয়া হয়। তবে এতে ফসলি কৃষি জমি নষ্ট হবে এমন অভিযোগে তাদের বাধা দেয় এলাকাবাসী।.
গত ১০ ডিসেম্বর বিকেলের দিকে এ নিয়ে সংঘাতের ঘটনাও ঘটে। রাতে ফের সেখানে মাটি খনন চেষ্টা করলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সেখানে গিয়ে খননকাজের জন্য আনা ভেকু ও পাশে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।.
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব কালবেলাকে বলেন, এই জমি নিয়ে দুপক্ষের বিরোধে একটি ভেকু ও মোটরসাইকেলে আগুন দেয়। মূলত এক পক্ষকে পুকুর করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কারণ ওই জমিতে কোনো সফল উৎপাদন না হওয়ায় তাদের এ অনুমতি দেওয়া হয়। তবে তাদের শর্ত দেওয়া হয়েছিল ওই জমির মাটি কোথাও বিক্রি করা যাবে না। কিন্তু আজকে ড্রাম ট্রাক এবং ভেকু নিয়ে গেলে উত্তেজিত লোকজন তাতে আগুন দেয়। তবে উভয়পক্ষকেই আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।. .
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: