উত্তর বগুড়ার সচেতন জনগণের চাহিদা প্রেক্ষিত প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় শুক্রবার বিকেলে টিএমএসএস কাঁচাবাজার লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শুভ উদ্বোধন করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস) অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, হেলথ সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো: মতিউর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড একটি আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাজার গড়ে তোলার লক্ষ্যে বাজারটির শেড প্রায় ১৫০ কিলো ওয়াট শক্তি সম্পন্ন সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়া ছাড়াও উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ব্যবহার করা যাবে। ফলে বাজারটি হবে বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব। নারী ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সুবিধাজনক করতে বাজারটিতে রাখা হয়েছে নারী বান্ধব অবকাঠামো, যেখানে নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলো, মনিটরিং ব্যবস্থা এতে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। বাজারে রয়েছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজারের মূল্য রাখা হবে সাশ্রয়ী, ক্রেতারা পাবেন নিরাপদ ও অর্গানিক খাদ্যপণ্য, যেখানে কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রয় করা হবে। ফলে ক্রেতারা নিশ্চিত হবেন খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দোকান ভাড়াও হবে কম, যাতে স্থানীয় ব্যবসা আরও বিকশিত হয়। এছাড়াও দক্ষিণ–পশ্চিম পার্শ্বে গাড়ি পার্কিং সহ আধুনিক সুবিধা সম্বলিত বাজারে উৎপাদক, কৃষক ও ভোক্তারা উন্মুক্ত আকাশের নিচে খাজনা,তোলা এ জাতীয় ব্যয়বিহীন নির্বিঘ্নে কেনাবেচা করতে পারবেন। .
এ উদ্বোধনের মধ্য দিয়ে অঞ্চলের কৃষক ও সাধারণ ক্রেতারা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাজারসুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছে টিএমএসএমএস কর্তৃপক্ষ।. .
Ajker Bogura / মো: আজমাইন ইকতেদার আদিব
আপনার মতামত লিখুন: