ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুফতি মোস্তফা কামাল বলেছেন, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের দেশপ্রেমিক ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে তৎপর রয়েছে। তিনি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধনির্ভর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গত শনিবার (৬ ডিসেম্বর) দুপুর তিনটায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে সমমনা ৮ দল ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুফতি মোস্তফা কামাল আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়াই ইসলামী শক্তির মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে সকলকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শালিখা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ওসমান গনি সাঈফী-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা আব্দুস সালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর। উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন জুগিয়ে ইসলামী সমাজ বিপ্লবের ধারাকে আরও বেগবান করার জন্য আহ্বান জানান।.
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: