মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।.
রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।.
গ্রেপ্তার মিল্টন মল্লিক (৪৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে।.
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ জানান, গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করা এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ দেশি-বিদেশি অস্ত্র নিজ হেফাজতে রাখে। তাকে গ্রেপ্তারের পর মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: