• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

রাজধানীতে সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
রাজধানীতে সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী
রাজধানীতে সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার পূর্বে।ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ সেকেন্ডে এবং এর এক সেকেন্ড পর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটির উৎপত্তি ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয়টির উৎপত্তি নরসিংদীতে। আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়। আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার (আগারগাঁও) থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার পূর্বে।এদিকে বাড্ডায় ভূমিকম্প অনুভূত হওয়ার এক সেকেন্ড পর নরসিংদীতে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়, আবহাওয়া অফিসের সিসমিক সেন্টার থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৩ কিলোমিটার। মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ছয়তলা ভবনের বাসিন্দা তানজিনা তাম্মি বলেন, 'আমরা পঞ্চম তলায় ছিলাম। কয়েকবার ঝাঁকুনি অনুভূত হয়েছে। এরপর আমি আমার সন্তান নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে রাস্তায় গিয়েছি।'তিনি বলেন, 'গতকাল ভূমিকম্প হয়েছে, আজও হলো— খুবই আতঙ্ক লাগছে।'আজ সকালেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। এ নিয়ে দুই দিনে তিনবার ভূমিকম্প অনুভূত হলো। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকালের ৩.৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল  ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে।গতকাল শুক্রবার সকালেও ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ' মানুষ আহত হন।এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই আজ সকালে একই জেলার পলাশে ভূমিকম্প অনুভূত হয়।.

.

Ajker Bogura / Most.Sohana Alam

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ