• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা

জোটের প্রধান কে হবেন—এমন প্রশ্নের উত্তরে এনসিপির আহ্বায়ক জানান, এখনো জোটের প্রধান বা সে ধরণের কোনো কাঠামো ঠিক করা হয়নি। জোটে আরও দল আসবে। তিনি বলেন, ‘এখানে জোটের দাবির বিষয়টিই মুখ্য, জোটের প্রধান কে সেটি নয়। আমরা সবাই জোটের প্রধান।’.

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিন দলের এই জোটের নাম দেওয়া হয়েছে 'গণতান্ত্রিক সংস্কার জোট'।.

এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।.

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়।.

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আমরা তিনটি রাজনৈতিক দল দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই যৌথ উদ্যোগে উপনীত হয়েছি। আমরা লক্ষ্য করছি, কিছু শক্তি ঐক্যবদ্ধভাবে কমিশনে সংস্কারের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে। যারা সংস্কারের পক্ষে ছিল, তাদের নিয়ে আমাদের এই ঐক্য প্রচেষ্টা শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। আমাদের অঙ্গীকার ছিল, ৫ আগস্টের আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ এক হবে না। আমরা নতুন বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।'.

জোটের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, 'আমাদের এই যৌথ উদ্যোগের নাম গণতান্ত্রিক সংস্কার জোট। নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না; এটি হবে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক মুক্তির জন্য। আমরা দেখছি দেশ বিভাজিত হচ্ছে। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ আলোচনা সামনে আনা হচ্ছে এবং অনেক ছোট দলকে সিট বণ্টনের কথা বলা হচ্ছে।'.

জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে এক হয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের এই জোট প্রক্রিয়ায় আরও দলের সঙ্গে আলোচনা চলমান আছে।'.

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের ওপর হামলার নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, 'এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ভাইকে বরিশালে এবং খুলনায় রব ভাইকে নির্বাচনের প্রচারণায় হামলা করা হয়েছে। আধিপত্য ও ফ্যাসিবাদী আচরণ পুনরায় শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে একটি দল দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের অহংকারের পতন হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে গায়ের জোরে আধিপত্য বিস্তার করে এবং ধর্মের নামে বিভাজন করে নির্বাচন করবে, তবে তাদের পরিণতি খারাপ হবে।'.

'জোট শুধু নির্বাচনকেন্দ্রীক নয়'.

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, 'এই জোট প্রক্রিয়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রীক নয়। এই জোটের পেছনে দীর্ঘমেয়াদে ২ বছরের বেশি প্রচেষ্টা রয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন বা এবি পার্টি সবার সঙ্গেই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালেই আমাদের যোগাযোগ ছিল। নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব।'.

সংস্কারের প্রশ্নে কিছু দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, 'অনেক দল দেখছি দীর্ঘদিন সংস্কারের পক্ষে থাকলেও নির্বাচনে এক-দুটি সিটের জন্য সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরা বলব নীতির পক্ষে দাঁড়ান, মানুষ আপনাদের পাশে দাঁড়াবে।'.

জোটের প্রধান কে হবেন—এমন প্রশ্নের উত্তরে এনসিপির আহ্বায়ক জানান, এখনো জোটের প্রধান বা সে ধরণের কোনো কাঠামো ঠিক করা হয়নি। জোটে আরও দল আসবে। তিনি বলেন, 'এখানে জোটের দাবির বিষয়টিই মুখ্য, জোটের প্রধান কে সেটি নয়। আমরা সবাই জোটের প্রধান।'.

সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'পুরাতন রাজনীতির বিষয়ে মানুষের মোহভঙ্গ হয়েছে, জনগণ বিরক্ত হয়েছে। এসব থেকে বেরিয়ে আসার উপায় হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আজ আমরা একটি নতুন যাত্রা ঘোষণা করতে এসেছি। সবকিছু পুরোপুরি গুছিয়ে না উঠতে পারলেও প্রাথমিকভাবে আমরা তিনটি দল নতুন রাজনীতির বার্তা নিয়ে এসেছি।'.

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জোটের মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।.

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, 'আমরা ৫৫ বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক বড় অর্জন করেছিলাম। কিন্তু আমাদের কারণেই মানুষ সেটা ভুলতে বসেছে। এখনো স্বৈরাচারের যে কাঠামো রয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি।'. .

Ajker Bogura / suhani alam

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ