• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এলো তারেক রহমানের প্রত্যাবর্তন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দেশের সব গণমাধ্যম তার স্বদেশে ফেরার ঘটনাবলি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। তেমনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন।.

 .

 .

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেটির শিরোনাম হলো ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’।.

 .

 .

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রয়টার্সের শিরোনাম ছিল চমকপ্রদ। তারা দাবি করেছে, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারেক রহমান দেশে ফিরলেন। তার ফেরায় নেতাকর্মী উচ্ছ্বসিত। সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর অপেক্ষার খবরও প্রকাশ করেছে সংস্থাটি।.

 .

 .

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটির শিরোনাম হলো ‘নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। বিবিসির শিরোনাম হলো— ‘১৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।.

তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই সংক্রান্ত এনডিটিভির শিরোনাম হলো ‘১৭ বছর পর স্ত্রী-কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান’। এ ছাড়া ভারতের অন্যান্য মিডিয়াতেও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ঘটনাটি।.

 .

 .

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর এভারেকয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২-এ নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এদিন আর অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।.

 . .

Ajker Bogura / জান্নাতুন তাজরী নীলা

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ