মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে “বেগম খালেদা জিয়া স্ট্রিট” নামে পরিচিত হবে। শহরের জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশে এই নামকরণ কার্যকর করা হচ্ছে। সম্প্রতি হ্যামট্রমিক সিটি কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদন পায়।.
বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাঁদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই ঐতিহাসিক নামকরণ সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়—বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও নেতৃত্বের এক স্থায়ী আন্তর্জাতিক দলিল।.
সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে স্বীকৃতি পেল এই নামকরণের মাধ্যমে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গর্ব, আবেগ ও ঐতিহাসিক তাৎপর্যের অনুভূতি তৈরি হয়েছে।.
#BegumKhaledaZia #KhaledaZiaStreet #BangladeshPolitics #InternationalRecognition #USA #Michigan #Hamtramck #BNP #Bangladesh #Democracy #PoliticalHistory #ProudMoment #AjkerBogura #WorldNews #BangladeshiDiaspora. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: