• ঢাকা
  • শনিবার, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিশ্ব দরবারে বাংলাদেশের নাম: যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়ক


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৫ এএম
বিশ্ব দরবারে বাংলাদেশের নাম: যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়ক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। এই উদ্যোগকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, নেতৃত্ব এবং গণতান্ত্রিক সংগ্রামের প্রতি এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে “বেগম খালেদা জিয়া স্ট্রিট” নামে পরিচিত হবে। শহরের জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশে এই নামকরণ কার্যকর করা হচ্ছে। সম্প্রতি হ্যামট্রমিক সিটি কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদন পায়।.

বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাঁদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই ঐতিহাসিক নামকরণ সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়—বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও নেতৃত্বের এক স্থায়ী আন্তর্জাতিক দলিল।.

সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে স্বীকৃতি পেল এই নামকরণের মাধ্যমে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গর্ব, আবেগ ও ঐতিহাসিক তাৎপর্যের অনুভূতি তৈরি হয়েছে।.

 

#BegumKhaledaZia #KhaledaZiaStreet #BangladeshPolitics #InternationalRecognition #USA #Michigan #Hamtramck #BNP #Bangladesh #Democracy #PoliticalHistory #ProudMoment #AjkerBogura #WorldNews #BangladeshiDiaspora. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ