• ঢাকা
  • সোমবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪০ পিএম
বগুড়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় বগুড়া জেলার বনানী এলাকায় রোববার (২৮ ডিসেম্বর) একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়। এ সময় কয়েকজন পরিবহন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও যানবাহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহমুদল হাসান। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশ, বগুড়া।

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ