বগুড়ার শেরপুরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এসপিএল (শেরপুর প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। গতকাল শনিবার সকাল ১০ টায় পৌরশহরের সরকারি ডিজে হাইস্কুল মাঠে এই টূর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভ্যেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সদস্য খালেদ মাহমুদ রুবেল। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন রাকিব সাকিব বীজ হিমাগার ও স্মার্টকোড কিউ এ।
উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাসিবুল আসিফ শাওন, আয়োজক কমিটির সদস্য রুমেন আলী, কানন আহসান, রিজওয়ানুল ইসলাম স্বাধীন, হাবিবুর রহমান হাবিব, মেহেদী হাসান, আল-আমিন হোসেন ও তাওহীদ হোসেন।
শেরপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্মার্টকোড কিউ এ ৭ উইকেটে জয়ী.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: