ভারত যদি দাদাগিরি ফলানোর জন্য বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে, তাহলে পাকিস্তানের মিসাইল গর্জে উঠবে বলে হুশিয়ারী দিয়েছেন শাহবাজ সরকারের মন্ত্রী, পাক শাসক দলের নেতা কামরান সইদ উসমানি।.
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার এক ভিডিও বার্তায় পাকিস্তান মুসলিম লিগের (পিএমএএল) যুব শাখার সভাপতি কামরান সইদ উসমানি বলেন, 'ভারত যদি বাংলাদেশের উপর আক্র.মণ করে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার দিকে কুনজর দেয়, তা হলে পাকিস্তানের জনগণ, পাক সেনা এবং আমাদের মি.সাইল বসে থাকবে না।' .
ইন্ডিয়া-টুডে, সংবাদ প্রতিদিন, এই সময় সহ ভারতের বিভিন্ন মিডিয়ায় পাক নেতার এই বক্তব্য উদ্ধৃত করে সংবাদ প্রচার করা হচ্ছে।.
উসমানী বলেন, বাংলাদেশকে ‘অখণ্ড ভারতে’র অধীনে আনতে চায় নয়াদিল্লি। এটা কখনোই মেনে নেবে না পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনও পদক্ষেপ নিলে ঢাকার পাশে দাঁড়াবে ইসলামাবাদ।.
কামরান সইদ উসমানি এখানেই থামেননি। তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের অতীত সামরিক সংঘর্ষের প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি বলেন, 'অপারেশন বুনিয়ান-ই-মার্সুস’-এর সময় যেভাবে ভারতকে চাপে ফেলা হয়েছিল, প্রয়োজনে সেই পরিস্থিতিই আবার তৈরি করা হবে।' পশ্চিম দিক থেকে পাকিস্তান, পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং উত্তর-পূর্ব সীমান্তে চিন হামলা চালাবে বলে হুঁশিয়ারিও দেন। .
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ এবং দিল্লির চানক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভূয়া অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে আক্র.মনাত্মক আচরণ করছে।.
এমতাবস্থায় পাকিস্তানের শাসকদলীয় নেতা ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় এই আক্র.মনাত্মক বক্তব্য দিয়েছেন।ফলে উপমহাদেশের রাজনীতিতে নতুন করে ত্রিদেশীয় সংকট ঘণীভুত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। .
ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানী নেতার এই বক্তব্য যে কোন সময় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও আশঙ্কা করছেন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা।.
সম্প্রতি নানা উসিলায় বাংলাদেশকে উ.স্কানি দিচ্ছে ভারত। বাংলাভাষী মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। পলাতক ফ্যা.সিস্ট হাসিনা এবং ভারততের মদদপুষ্ট নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক নাশকতার ছক কষছে ভারত।.
এই পরিস্থিতিতে পাক শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার এই বক্তব্য নিয়ে রাজনীতিতে রীতিমত হইচই শুরু হয়েছে।.
ভারতের সঙ্গে লড়তে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক জোট গঠনের আহ্বান জানান উসমানি। তিনি বলেন, বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। “বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের সেনা ঘাঁটি স্থাপন করা উচিত।” .
এ প্রসঙ্গে তিনি আরো যোগ করেন, মুসলিম তরুণরা ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক। অভিযোগ করেন, এই “ষড়যন্ত্র” বিভিন্ন ভাবে হতে পারে। “বাংলাদেশের জলসীমা দখল করেই হোক, রাষ্ট্রদ্রোহের আকারেই হোক, অথবা মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের লড়িয়ে দেওয়াই হোক।”.
এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ।তারা বলছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান। ভারত এই বক্তব্যকে প্রকাশ্যে যুদ্ধের হুমকি বলেও দাবি করছে। .
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে পাকিস্তানের শাসক দলের নেতার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ,বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা। . .
Ajker Bogura / মো. সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: