• ঢাকা
  • বুধবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৯ পিএম
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে টেকনাফের এক শিশু আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে সীমান্তে বারবার গোলাগুলি ও বাংলাদেশ ভূখণ্ডে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। এ সময় মিয়ানমারের পক্ষ থেকে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে যেন বাংলাদেশের ভেতরে কোনো গোলাবর্ষণ না ঘটে, সে বিষয়ে কঠোর বার্তা দেয় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সীমান্তে শিশু আহত হওয়ার মতো ঘটনায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে মিয়ানমারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।.

#AjkerBogura #আজকেরবগুড়া #BangladeshNews #BreakingNews #MyanmarBorder #BangladeshMyanmarBorder #BorderTension #সীমান্তসংকট #ChildInjured #শিশুআহত #Teknaf #টেকনাফ #DiplomaticProtest #রাষ্ট্রদূততলব #ForeignAffairs #NationalSecurity #HumanRights #InternationalLaw #BorderSecurity. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ