ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।.
.
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত গ্রহণ করেননি। বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় না ফেরা পর্যন্ত ভাত মুখে তুলবেন না—এমন দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন নিজাম উদ্দিন।.
.
পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। সে সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এতে গভীরভাবে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন এই ব্যতিক্রমী প্রতিজ্ঞা নেন।.
.
এরপর দীর্ঘদিন তিনি ভাত পরিহার করে কলা, রুটি, চিড়া ও শুকনো খাবারের ওপর নির্ভর করে জীবনযাপন করতেন। পরিবারের সদস্যরা বহুবার তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করলেও তিনি অনড় ছিলেন।.
.
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, “বাবা বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছেই ছোট হয়ে যাব।”.
২০২৫ সালের অক্টোবরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থতা ফিরে পাননি।.
.
অবশেষে দীর্ঘ অসুস্থতার পর ভোররাতে নিজাম উদ্দিনের জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
.
#AjkerBogura #আজকেরবগুড়া #BangladeshPolitics #BNP #ZiaurRahman #PoliticalStory #HumanStory #BanglaNews #NationalNews #PoliticsOfBangladesh #BreakingNews. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: