বগুড়ার শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইব্রাহীম আলী। তিনি সোমবার, ৮ ডিসেম্বর সকালে বগুড়ায় যোগদান করেন এবং এরপর দুপুরে শেরপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
মোঃ ইব্রাহীম আলী এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি, খুলনা) কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।.
দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি মোঃ ইব্রাহীম আলী স্থানীয় সাংবাদিকদের কাছে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।.
তিনি আরও জানান, পুলিশিং সেবা যেন মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়া যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। একইসঙ্গে, এলাকার লোকজনকে সাথে নিয়ে শেরপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শেরপুর থানা এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নতুন ওসি মোঃ ইব্রাহীম আলীর এই উদ্যোগকে স্থানীয় মহল স্বাগত জানিয়েছে।.
.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: