• ঢাকা
  • রবিবার, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে প্রাণ গেল চাচা-ভাতিজার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৬ পিএম
আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঘন কুয়াশার মধ্যে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি পূর্ব ঢাকা রোডের বড় আখিড়া মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজী আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। এই ঘটনায় একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ (২৪) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিহত ও আহত ব্যক্তিরা শিবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে যাচ্ছিলেন। তারা মূলত ওই হাটে কচুর বীজ কেনার জন্য রওনা হয়েছিলেন। পথিমধ্যে মহাসড়ক প্রচণ্ড কুয়াশায় ঢাকা থাকায় দৃষ্টিসীমা কমে আসে।
সিএনজিটি আদমদীঘির বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি মহাসড়কের ওপর উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। আহত মিজু আহমেদকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনার পরপরই সিএনজি চালক ও ঘাতক বাসটি পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের স্বজনরা কোনো মামলা করতে না চাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতের গ্রাম শিবগঞ্জের আচলাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা কুয়াশার মধ্যে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ