আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তপশিল ঘোষণার পর রাজনৈতিক দল ও ইচ্ছুক প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।.
তবে জনমনে একটি প্রশ্নে রয়েই যায়, ভোটার হয়েও কি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন? বাংলাদেশের সংবিধান ও নির্বাচনের আইন অনুযায়ী, দেশের সব নাগরিক যেমন নির্বাচনে প্রার্থী হতে পারেন না, তেমনি ভোট দেওয়ার ক্ষেত্রেও সবাই ভোট দেওয়ার যোগ্য নন।.
সব নাগরিক কি ভোট দিতে পারবেন?.
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। পাশাপাশি হিজড়া পরিচয়ে নিবন্ধিত ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।.
নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক ভোটার হতে পারেন। যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে, তারাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।.
এমনকি কারাগারে বন্দি ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।.
তবে ভোটার তালিকা আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন নাগরিক ভোটাধিকার হারাতে পারেন বা তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে রয়েছে—যদি উপযুক্ত আদালত কোনো ব্যক্তিকে অপ্রকৃতিস্থ বা মানসিকভাবে অক্ষম ঘোষণা করেন, তাহলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।.
দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্তি না পেলে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।.
এ ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলে তিনি বাংলাদেশের ভোটার হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন।.
ভোটার তালিকা আইনের ১৩-এর ‘ঘ’ ধারা অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে―কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে।.
দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে নিয়ম কি আলাদা.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভোটাররা অনলাইনে ভোটার নিবন্ধন সম্পন্ন করছেন। তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।.
তবে ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দ্বৈত বা বিদেশি নাগরিকত্বধারীদের জন্য বাংলাদেশের আইনে আলাদা ও নির্দিষ্ট বিধান রয়েছে।.
বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম থাকলে এবং বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ না করলে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। সেই ক্ষেত্রে ভোট দেওয়ার সুযোগ থাকলেও দ্বৈত নাগরিকরা বাংলাদেশের কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন।.
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলও করেছিল।.
সূত্র : বিবিসি বাংলা. .
Ajker Bogura / Md Ajmain Ekteder Adib
আপনার মতামত লিখুন: