সন্দেহজনক আচরণে প্রশাসনের নজর, পুলিশে আটক ৪ জন ।
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিয়োগ পরীক্ষায় অভিনব কৌশলে জালিয়াতির চেষ্টা ব্যর্থ করেছে প্রশাসন। সন্দেহজনক আচরণের কারণে চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।.
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আরডিএ প্রশাসনিক ভবনে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সময় পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন।.
প্রথমে দুইজন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুইজনকে পুলিশ হেফাজতে নেয়।.
আটকরা হলেন— শাপলা খাতুন, জিহাদ আফ্রিদি, মাইদুল ইসলাম ও ফারুক আহমেদ। মাইদুল ইসলামের বাড়ি রংপুরে এবং ফারুক আহমেদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।.
জিজ্ঞাসাবাদের সময় মাইদুল নিজেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দাবি করলেও আরডিএ প্রশাসন জানায়, তার পরিচয় ভুয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আটক পরীক্ষার্থীদের সহায়তা করছিলেন।.
আরডিএ সূত্রে জানা যায়, দুটি পদে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়— অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৭টি পদ) এবং অফিস সহায়ক (১১টি পদ)।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করেন ৫ হাজার ৮১৯ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ৯৫৮ জন এবং ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৫৯ জন প্রার্থী। অন্যদিকে, অফিস সহায়ক পদে আবেদন করেন ৫ হাজার ২৭০ জন, লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩২৯ জন এবং মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৬৫ জন।.
আরডিএর মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা বলেন, “পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণ লক্ষ্য করেই আমরা ব্যবস্থা নিয়েছি। ভুয়া পরিচয় দেওয়া দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”.
শেরপুর থানার তদন্ত পরিদর্শক জয়নুল আবেদীন বলেন, “নিয়োগ পরীক্ষায় অনিয়মের চেষ্টায় জড়িত সন্দেহে চারজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”.
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন জানান, “রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, অভিযোগ না থাকলে আটক ব্যক্তিদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।”.
ঘটনার পর আরডিএ ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের মধ্যে আলোচনা–সমালোচনার ঝড় ওঠে। অনেকে মনে করেন, সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।. .
Ajker Bogura / নিজস্ব প্রতিবেদক, আজকের বগুড়া:
আপনার মতামত লিখুন: