• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৪৫ পিএম
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে হালনাগাদ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।.

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, অস্ত্রোপচারের আগে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।.

চিকিৎসকদের মতে, ব্রেনকে সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে।.

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যেই তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।.

এদিকে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে বিশেষ দোয়া চেয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—
“হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ