ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, সম্ভাব্য সময়ের মধ্যে ১০ ফেব্রুয়ারি সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে বিবেচনায় রয়েছে।.
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মাঝামাঝি দিন—মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।.
তিনি আরও জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি—এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট দুটোই একই দিনে আয়োজন করা হবে। প্রয়োজনে ৮ ফেব্রুয়ারির এক-দুদিন পরে বা ১২ ফেব্রুয়ারির এক-দুদিন আগেও ভোটগ্রহণ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।.
এদিকে, তফসিল ঘোষণা ও ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই তফসিলসহ সব প্রক্রিয়ার তারিখ নির্ধারণ হবে। কমিশন সূত্র জানায়, সভার পর দু-তিন দিন সময় রেখে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।.
ভোটগ্রহণ পদ্ধতি প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে, তাই ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। পাশাপাশি ভোটের সময়ও এক ঘণ্টা বাড়ানোর চিন্তা করছে কমিশন। এর ফলে ভোটগ্রহণ সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলতে পারে।.
তিনি বলেন, ভোটারদের চাপ সামলাতে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় রয়েছে।. .
Ajker Bogura / মো: সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: