• ঢাকা
  • শনিবার, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৩ পিএম
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার নাঈম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন  টুনিপাড়া এতিমখানা মাদ্রাসা মুহতামিম মতিউর রহমান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরবচালক আব্দুর রাজ্জাক, এস ডি এস নির্বাহী পরিচালক রহিম খান, আব্দুল মতিন ও  চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন নির্বাহী পরিচালক মোবারক হোসেন, বিধান দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারি উদ্যোগের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ