স্টাফ রিপোর্টার : আগামী ৩ জানুয়ারী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে থেকে ৩৫ হাজার নেতাকর্মী অংশ নিবে বলে জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের নেতৃবৃন্দ।.
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা ও পরিচিত মুখ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিসহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, অবৈধ অস্ত্র উদ্ধার করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আগামী ৩ জানুয়ারী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।.
উক্ত মহাসমাবেশ সফল করতে রবিবার সকালে দলীয় কার্যালয়ে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত হয়।.
শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।.
সভায় ৩২ টি ইউনিটের আমীর সেক্রেটারী অংশ গ্রহণ করেন। সভা শেষে শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া শহর ও জেলা জামায়াত হতে এবার ৩৫ হাজার নেতাকর্মী ঢাকায় মহাসমাবেশে অংশ গ্রহণ করবে।.
মহাসমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।. .
Ajker Bogura / জান্নাতুন তাজরী নীলা
আপনার মতামত লিখুন: