• ঢাকা
  • রবিবার, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হাদি হত্যার বিচার দাবিতে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।.

 .

 .

শুক্রবার (০২ জানুয়ারি) শাহবাগে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।.

 .

 .

গতকাল জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এ সময় আবদুল্লাহ আল জাবের জানান, সংগঠনের সদস্যরা অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যাবেন। তারা হত্যার বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইবেন। পাশাপাশি, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানান তিনি। দাবি মানা না হলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।.

 .

 .

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায় দিনই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।. .

Ajker Bogura / জান্নাতুন তাজরী নীলা

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ