টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।.
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় গতকাল রাতে বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেন। ওই বৈঠকে বোর্ড পরিচালকদের একটি বড় অংশ কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করে।.
বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন,.
“খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবির অবস্থান স্পষ্ট করা হবে।”.
বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিবির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.
Ajker Bogura / স্পোর্টস ডেস্ক
আপনার মতামত লিখুন: