• ঢাকা
  • শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ফেরাতে জমজমাট হাডুডু খেলা, দর্শকের ঢল


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১১ পিএম
বগুড়া শেরপুর

আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় হাডুডু খেলা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের পার ভবানীপুর এলাকার চরের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
গ্রামীন এই লোকজ খেলাকে কেন্দ্র করে পার ভবানীপুর চরের বালুকাময় প্রান্তর পরিণত হয় হাজারো মানুষের মিলনমেলায়। খেলা দেখতে দুপুর গড়িয়ে বিকেল হতেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শক। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদের উপস্থিতিতে। টানটান উত্তেজনার এই খেলা দর্শকদের মাঝে যেন ফিরিয়ে আনে পুরোনো দিনের স্মৃতি।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্ম ক্রিকেট ও ফুটবলের ভিড়ে বাংলার নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছে। এছাড়া যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন পর এমন জমজমাট আয়োজন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। দর্শকদের মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি তার হারানো গৌরব ফিরে পাবে। বোঙ্গ  বনাম পার ভাবানিপুর দুটি গ্রামে এই খেলায় অংশ গ্রহণ করে । এ রিপোর্ট লোখা পর্যন্ত খেলা চলছে.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ