• ঢাকা
  • রবিবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

হাদি হত্যা ফয়সালের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:১৭ পিএম
হাদি হত্যা ফয়সালের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এছাড়া আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার ঘটনায় হওয়া মামলার চার্জশিট দিবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলাটি বর্তমান ডিবিতে তদন্তাধীন আছে। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার দুপুরে এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। ভারতে গ্রেপ্তার দুজন হলেন– পুত্তি ও সামি।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত হওয়ায় আসামিদের ‘শনাক্ত করার আগেই’ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন। তিনি বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ফিলিপ নামে একজন আসামিদের সীমান্ত পার করে পুত্তি নামে একজনের কাছে হস্তান্তর করে। এরপর পুত্তি ট্যাক্সি ড্রাইভার সামির হাতে তাদের তুলে দেয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা নামক শহরে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, পুত্তির ও সামিকে গ্রেপ্তার করেছে তারা। এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে  সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। 
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মামলাটিতে ৩০২ ধারা যুক্ত হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এরা হলেন-মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির, ‘ভারতে পালাতে’ সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ