• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, তদন্ত শুরু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম
ফেনী সদর উপজেলার শর্শদী বাজার গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
ফেনী সদর উপজেলার শর্শদী বাজার গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।.

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে।.

স্থানীয় সূত্রে জানা গেছে, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসের কাজ শেষ করে ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৪টার দিকে নিচতলায় আগুন লাগার বিষয়টি টের পান তারা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরীর চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।.

গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন, আমরা ওপর তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। আগুনে সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়েছে।.

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / Md Ajmain Ekteder Adib

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ